Tuesday, July 24, 2018

রবি এয়ারটেল এ ডেসকো বিল পরিশোধের পদ্ধতি

রবি ও এয়ারটেল গ্রাহকেরা খুব সহজে, অল্প সময়ে রবি বিল পে সেবার মাধ্যমে ডেসকো ঢাকা বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি লিমিটেড)এর বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

রবি ও এয়ারটেল ব্যবহারকারী এবং যারা রবি ও এয়ারটেল ব্যবহারকারী নন কিংবা এখনো মোবাইলই ব্যবহার করেন না, তারাও যেকোন “রবিক্যাশ পয়েন্ট” লোগো চিহ্নিতএজেন্ট পয়েন্ট থেকে ডেসকো বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। এক্ষেত্রে এজেন্ট গণ গ্রাহক এর বিল পরিশোধ করেন, যা এজেন্ট এবং গ্রাহককে এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হয়।

ডেসকো বিল-পে সার্ভিস এর সুবিধাবলী:

  • ২৪/৭ বিল পরিশোধের সুবিধা|
  • বিল পরিশোধের জন্যে ব্যাংকে লাইনে দাঁড়াতে হবে না।
  • এটি একটি নিরাপদ সেবা যা রবি ও ডেসকো উভয়েই তত্ত্বাবধান করে।


গ্রাহকগণ রবিক্যাশ লোগো চিহ্নিত৮০০ “রবিক্যাশ পয়েন্ট” থেকে ডেসকো বিল পরিশোধ করতে পারবেন।

বিল পরিশোধের ক্ষেত্রে (বি টি আর সি) নির্ধারিত সার্ভিস চার্জ:
প্রদেয় বিল এর পরিমানসার্ভিস চার্জ
৪০০ টাকা বা তার কম৫ টাকা
৪০১ টাকা থেকে ১৫০০ টাকা১০ টাকা
১৫০১ টাকা থেকে ৫০০০ টাকা১৫ টাকা
৫০০০ টাকার উর্ধে২৫ টাকা


নিজ মোবাইলে দিয়ে বিল পরিশোধের সহজ তিন ধাপ


  • এয়ারটেল গ্রাহকগণ *৭৮৭# এর পরিবর্তে *৪০০*১# ডায়াল করে সেবাটি নিতে পারবেন।
  • গ্রাহক সার্ভিস চার্জ সহ নিজ মোবাইল থেকে সর্বোচ্চ ৩,০০০ টাকার বিল পরিশোধ করতে পারবেন।

রবি নম্বর থেকে রবিক্যাশ ওয়ালেট রেজিস্ট্রেশন:



এজেন্টের এর মাধ্যমে রবিক্যাশ ওয়ালেট রেজিস্ট্রেশন:


ডেসকো কাস্টমার রেজিস্ট্রেশন:




বিল পরিশোধ এর সময় করণীয় :







বিল চেক এর সময় করণীয়:



অ্যাপ এর মাধ্যমে বিল পরিশোধ:


No comments:

Post a Comment